ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়া যাবে না

সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহ লকডাউন দিয়েছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা নির্দেশনায় বলা হয়েছে, নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) ঘর থেকে বের হওয়া যাবে না।


আগামী ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে করোনা রোধে এর আগে গত ২৯ মার্চ সরকার ১৮ দফা নির্দেশনা জারি করে।

ads

Our Facebook Page